Naya Diganta

ঈদগাঁওতে পিটিয়ে শিশু হত্যা, ঘাতককে গণধোলাই

ঈদগাঁওতে পিটিয়ে শিশু হত্যা, ঘাতককে গণধোলাই

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় শিশু হত্যাকারীকে আটক করে পুলিশে দিয়েছে জনতা। এর আগে হত্যাকারী গণধোলাইয়ের শিকার হন।

সোমবার (২৬ সেপ্টেম্বর) তাকে আটক করা হয়। এর আগে গত ২৩ সেপ্টেম্বর বিকেলে সাজ্জাদুর রহমান (১৩) নামের এক শিশুকে পিটিয়ে হত্যা করেন তিনি।

আটক আবদুল আলম পোকখালী ইউনিয়নের পূর্ব ইছাখালী গ্রামের আবদু ছালামের ছেলে এবং নিহত সাজ্জাদ ইসলামাবাদ ইউনিয়নের সাতজোলাকাটা গ্রামের নূরুল আলমের ছেলে।

স্থানীয়রা জানান, তুচ্ছ ঘটনার জের ধরে গত ২৩ সেপ্টেম্বর বিকেলে আবদুল আলমের নেতৃত্বে কয়েকজন দুর্বৃত্ত মিলে শিশু সাজ্জাদকে তুলে নিয়ে যায় ও গাছের সাথে বেধে মারধর করে। নির্যাতনের পর সাজ্জাদের শারীরিক যন্ত্রণা বৃদ্ধি পাওয়ায় পরিবারের সদস্যরা তাকে ২৫ সেপ্টেম্বর ঈদগাঁওর একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে যাওয়ার পথে তার অবস্থার অবনতি ঘটে। এরপর সরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ সংবাদ এলাকায় জানাজানি হলে নির্যাতনে জড়িত আলমকে স্থানীয়রা গণধোলাই দিয়ে আটক করে রেখে পুলিশে সংবাদ দেয়।

এরপর ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ মো: আবদুল হালিমের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আবদুল আলমকে আটক করে এবং লাশের সুরতহাল প্রতিবেদন তৈরী করে লাশ থানায় নিয়ে যায়।

ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ আবদুল হালিম জানান, এ ঘটনায় ঈদগাঁও থানায় হত্যা মামলা করে আসামিকে আদালতে পাঠানো হয়েছে।