Naya Diganta

ফ্রাঞ্চাইজি হকিতে ৬ বিদেশী কোচ

২৮ অক্টোবর মওলানা ভাসানী হকি স্টেডিয়ামের টার্ফে গড়াবে ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফি (বিসিটি)। তার আগে গতকাল হয়ে গেল ছয় ফ্রাঞ্চাইজি দলের বিদেশী হেড কোচদের ড্রাফট। এর মাঝে তিন জন দক্ষিণ কোরিয়ান একজন মালয়েশিয়ান ও দুইজন পাকিস্তানী। আছেন ছয়জন দেশীসহকারী কোচ। দেশের দুই অভিজ্ঞ কোচ মাহবুব হারুন ও মামুনুর রশিদ ফ্রাঞ্চাইজিতে নেই। হারুন আগেই কোচিং করাবেন না বলেছেন। আর মামুনের দাবি ছিল হেড কোচ হওয়ার। যে কারণে তিনি বাদ পড়েছেন।
ড্রাফট অনুযায়ী একমিতে ওয়াসিম হামিদ (সহকারী কোচ রাজিব), মেট্রো এক্সপ্রেসে সেংতায়ে সং (সহকারী শুভ), মোনার্ক মার্টে সেইং জিন ইউ (সহকারী টিটু), রূপায়ণ গ্রুপে ইয়ং কিউ (সহকারী বিপ্লব), সাইফ পাওয়ারটেকে ধর্মরাজ আবদুল্লাহ (সহকারী আশিকুজ্জামান) এবং ওয়ালটন দলে শফিউল আজলি (সহকারী রাজু) থাকছেন কোচ।