Naya Diganta

গ্রিসের নিরস্ত্রীকৃত দ্বীপগুলোতে মার্কিন রণতরী মোতায়েন

মার্কিন যুক্তরাষ্ট্রের দেয়া রণতরী নিরস্ত্রীকৃত এজিয়ান দ্বীপগুলোতে মোতায়েন করেছে গ্রিস, যা আন্তর্জাতিক আইনের পরিপন্থী বলে উল্লেখ করেছে তুরস্ক। যুক্তরাষ্ট্রের অর্থায়নে লেসবোস ও সামোস অঞ্চলে এসব রণতরী পাঠানো হয়েছে। গ্রিসের এই কর্মকাণ্ড পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানায় আংকারা।
তুরস্কের নিরাপত্তা সূত্রের তথ্যমতে, তুর্কিয়ে আর্ম ফোর্স (টিএসকে) ড্রোন মিশন পরিচালনা করছে এবং এজিয়ানে দু’টি গ্রিক রণতরী চিহ্নিত করেছে। যেগুলো লেসবোস ও সামোস অঞ্চলের দিকে যাচ্ছে। এ সূত্রে জানানো হয়, লেসবোসের দিকে যাওয়া রণতরীটি ২৩ ট্রাক্টিক্যাল অস্ত্রে সজ্জিত এবং সামোসের দিকে অগ্রসারমান রণতরীটি ১৮ ট্রাক্টিক্যাল অস্ত্রে সজ্জিত।