Naya Diganta

টি-১০ লিগ : তামিম-তাসকিনদের ভাগ্য নির্ধারণ আজ

টি-১০ লিগ : তামিম-তাসকিনদের ভাগ্য নির্ধারণ আজ

বাংলা টাইগার্সে নিজের পরিচিতি সভায় এক প্রশ্নের জবাবে সাকিব আল হাসান জানিয়েছিলেন, ‘তিনি পারলে গোটা বাংলাদেশ দলটাকেই নিয়ে আসতেন টি-টেন লিগে।’ সাকিবের স্বপ্ন হয়তো সহসাই পূরণ হবার নয়, তবে একাধিক বাঙালির আলোয় আজ প্লেয়ার ড্রাফট হবে আলোকময়। সুই-সুতোয় যদি মিলে যায়, তবে সতীর্থ কিংবা প্রতিপক্ষ হিসেবে সাকিব পেতে যাচ্ছেন আরো বাঙালিকে।

বন্ধু তামিম ইকবাল যেন সাকিবের ডাকে প্রথম সাড়া দিলেন। সাকিবের পর দ্বিতীয় বাংলাদেশী হিসেবে তামিমই প্রথম নাম লিখিয়েছেন। নাম লিখিয়েছেন তরুণ অলরাউন্ডার আফিফ হোসেন ধ্রবও। ২০২১ সালে বাংলা টাইগার্সের হয়ে খেলেছিলেন এই লিগে। বাজে সময়ের মাঝে দিয়ে যাওয়া মুস্তাফিজুর রহমানও নাম লিখেয়েছেন এবারের আসরে। নাম আছে আরো দুই বাংলাদেশীর; তাসকিন আহমেদ ও মৃত্যুঞ্জয় চৌধুরী।

টি-টেন লিগের ষষ্ঠ আসরের প্লেয়ার ড্রাফট আজ রাত ৮টায় অনুষ্ঠিত হবে। তামিম-তাসকিনরা কে কোথায় খেলবেন কিংবা আদৌ খেলবেন কিনা তাও নিশ্চিত হবে আজ। আর আসর শুরু হবে আগামী ২৩ নভেম্বর থেকে। ৪ ডিসেম্বর ফাইনাল দিয়ে পর্দা নামবে ছয় দলের এই টুর্নামেন্টের। ছয়টি দল হলো- বাংলা টাইগার্স, ডেকান গ্ল্যাডিয়েটর্স, দিল্লি বুলস, চেন্নাই ব্রেভস, নর্দার্ন ওয়ারিয়র্স এবং টিম আবুধাবি।

বাংলাদেশী মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজিটি বাংলা টাইগার্সের প্রধান কোচের দায়িত্ব পালন করবেন সাবেক ক্রিকেটার আফতাব আহমেদ। ক্রিকেট বিশ্লেষক ও কোচ নাজমুল আবেদীন পরামর্শকের ভূমিকায় থাকবেন। ট্রেনার হিসেবে থাকবেন বাংলাদেশ অনূর্ধ-১৯ বিশ্বকাপজয়ী দলের সাবেক ট্রেনার রিচার্ড স্টনিয়ার।