Naya Diganta

আবেদনের ফি বাড়ল সরকারি চাকরিতে

আবেদনের ফি বাড়ল সরকারি চাকরিতে

সম্প্রতি সরকারি প্রতিষ্ঠানে নিয়োগের আবেদন ফি বাড়ানো হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত একটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সব মন্ত্রণালয়, বিভাগ, অধিদফতর, পরিদফতর, দফতর এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে জনবল নিয়োগের ক্ষেত্রে পরীক্ষা ফি পুনঃনির্ধারণ করা হয়েছে।

যেখানে দেখা যায় ১৩ থেকে ২০ গ্রেডের ফি দ্বিগুণ করা হয়েছে।

সরকারি প্রতিষ্ঠানে জনবল নিয়োগের ক্ষেত্রে বিভিন্ন গ্রেডের পরীক্ষার ফি নির্ধারিত হারে বাড়ানো হলেও কয়েকটি গ্রেডের ফি অপরিবর্তিত আছে।

প্রজ্ঞাপন অনুযায়ী,
নবম গ্রেড বা তদূর্ধ্ব (নন-ক্যাডার) গ্রেডের পরীক্ষা ফি ৬০০ টাকা। এ গ্রেডের আগের ফি ছিল ৫০০ টাকা।

১৩ থেকে ১৬ গ্রেড ২০০ টাকা। আগে ছিল ১০০ টাকা।

১৭ থেকে ২০ গ্রেড ১০০ টাকা। আগে ছিল ৫০ টাকা।