Naya Diganta

বাংলাদেশ সেনাবাহিনীতে যুক্ত হলো নয়া সামরিক বিমান

বাংলাদেশ সেনাবাহিনীতে যুক্ত হলো নয়া সামরিক বিমান

বাংলাদেশ সেনাবাহিনীর (আর্মি) এভিয়েশন গ্রুপের বিমান বহরে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে যুক্ত হলো দ্বিতীয় কাসা-সি ২৯৫ ডব্লিউ মিডিয়াম ইউটিলিটি সামরিক বিমান।

রোববার রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, এসবিপি, ওএসপি, এনডিইউ, পিএসসি, পিএইচডি। আরো উপস্থিত ছিলেন স্পেনের রাষ্ট্রদূত ফ্রান্সিস্কো ডি আসিস বেনিটেজ সালাস, সেনাসদরের উর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও বিমান বাহিনী, বিজিবি, র‌্যাব কর্মকর্তা এবং আমন্ত্রিত অন্য অতিথিরা।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এয়ারবাস মিলিটারি, স্পেনের নির্মিত বিমানটি স্পেন থেকে উড্ডয়ন করে আজ দুপুরে বাংলাদেশের ভূমি স্পর্শ করে। প্রয়োজনীয় কার্যক্রম শেষে বিমানটি তেজগাঁও পুরাতন বিমানবন্দরে আগমন করে। এ সময় ওয়াটার ক্যানন স্যালুটের মাধ্যমে সামরিক বিমানটিকে অভ্যর্থনা জানানো হয়।