Naya Diganta

৩ গোলে জয় ব্রাজিল ও আর্জেন্টিনার

জোড়া গোল করা আর্জেন্টিনা লিওনেল মেসি ও ব্রাজিলের রিচার্লিসন হইন্টানেট

আসন্ন কাতার বিশ্বকাপকে সামনে রেখে ফিফা প্রীতিম্যাচে জয় পেয়েছে ব্রাজিল ও আর্জেন্টিনা দুই দলেরই জয় ৩-০ গোলে। মায়ামির হার্ড রক স্টেডিয়ামে হন্ডুরাসের বিপক্ষে বিশ্বকাপ জার্সি গায়ে দারুণ এক জয় তুলে নিলো লিওনেল মেসির দল। ম্যাচে জোড়া গোল করেন তিনি। এই জয়ে টানা ৩৪ ম্যাচে অপরাজিত আলবিসেলেস্তেরার দল। ফ্রান্সের লু আভহাতে শুক্রবার রাতে আরেক আন্তর্জাতিক প্রীতিম্যাচে ঘানাকে ৩-০ গোলে হারায় পাঁচবারের বিশ^চ্যাম্পিয়ন ব্রাজিল। জোড়া গোল করেন রিচার্লিসন। মার্কুইনহাস একটি গোল করেন। তিন গোলের দু’টিতে অ্যাসিস্ট নেইমারের।
হন্ডুরাসের বিপক্ষে ১৬ মিনিটে লাউতারো মার্টিনেসের গোলে দল এগিয়ে যাওয়ার পর দু’বার জালে বল পাঠান লিওনেল মেসি।
দাপুটে ম্যাচে ৬৮ ভাগ বল দখলে লিওনেল স্কালোনির দলের। শুরু থেকেই স্বপ্রতিভ ছিলেন মেসি। প্রথমার্ধে ইনজুরি সময়ে ফ্রি-কিক নামের স্পট কিকে ব্যবধান দ্বিগুণ করেন সুপারস্টার লিওনেল মেসি। ম্যাচের ৬৯ মিনিটে ব্যবধান ৩-০ করেন মেসি। ২৫ গজ দূর থেকে মেসির স্কুপ শট আগুয়ান গোলরক্ষকের ওপর দিয়ে তা খুঁজে নেয় ঠিকানা। জ্যামাইকার বিপক্ষে নিউ জার্সিতে ২৭ তারিখে আরেক প্রীতিম্যাচে মাঠে নামবে লিওনেল মেসির দল।
ব্রাজিলের সামনে পাত্তায় পেল না ঘানা
আর্জেন্টিনার বিপক্ষে গত বছরের জুলাইয়ে কোপা আমেরিকার ফাইনালে পরাজিত ব্রাজিল। এরপর টানা ১৪ ম্যাচ অপরাজিত সেলেকাওরা। জয় ১১টি, তিন ম্যাচ করেছে ড্র। ঘানার বিপক্ষে ১১ বছর পর খেলতে নামা ব্রাজিলের গোলের জন্য বেশিক্ষণ অপেক্ষা হয়নি। ম্যাচের নবম মিনিটে রাফিনহার কর্নারে হেডে দলকে এগিয়ে নেন পিএসজির ডিফেন্ডার মার্কুইনহাস। পরের দুই গোল করেন রিচার্লিসন। দু’টি গোলেই অ্যাসিস্ট নেইমারের। ২৮ মিনিটে নেইমারের পাস ডি-বক্সে পেয়ে প্রথম স্পর্শে ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন টটেনহ্যাম হটস্পারের ফরোয়ার্ড। ৪০ মিনিটে নেইমারের ফ্রি-কিকে হেডে দলকে ৩-০ ব্যবধানে এগিয়ে দেন ২৫ বছর বয়সী রিচার্লিসন। ব্রাজিল মঙ্গলবার পরের প্রীতিম্যাচে খেলবে তিউনিসিয়ার বিপক্ষে।