Naya Diganta

পুলিশের গুলির মুখেও বিএনপির নেতাকর্মীরা মাথা উঁচু করে থাকে : রিজভী

নারায়ণগঞ্জের সমাবেশে বক্তব্য রাখছেন রুহুল কবির রিজভী।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘প্রশাসন মনে করেছে শাওনের মতো একজনকে করে মেরে ফেললে বিএনপি ভয় পাবে। কিন্তু শেখ হাসিনা ও আওয়ামী লীগের প্রশাসন জানে না বিএনপির নেতাকর্মীরা পুলিশের গুলির মুখেও মাথা উঁচু করে থাকে। যারা ভিতু তারাই অন্যের মিছিলে হামলা করে।’

তিনি বলেন, ‘আমাদের কারো কাছে অস্ত্র নেই। আমাদের আছে কণ্ঠস্বর। আমরা অন্যায়ের বিরুদ্ধে কথা বলবোই।’

শনিবার বিকেলে নারায়ণগঞ্জের চাষাড়ায় জেলা বিএনপির সমাবেশে এসব কথা বলেন রিজভী। নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ জেলা যুবদলের দুই নেতাকে হত্যার প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়।

রিজভী বলেন, ‘আমি বলবো, সরকার আগুন নিয়ে খেলছে। এভাবে খেলতে থাকলে সরকারের পরিণতি শুভ হবে না।’

নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক মনিরুল ইসলাম রবির সভাপতিত্বে সদস্য সচিব মাহমুদের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক সহ-সম্পাদক নজরুল ইসলাম আজাদ, কেন্দ্রীয় সদস্য আজহারুল ইসলাম মান্নান, মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, মজিবুর রহমান ভূঁইয়া, ফতুলা থানা বিএনপির আহ্বায়ক জাহিদ হাসান রোজেল, সদস্য সচিব শহিদুল ইসলাম প্রমুখ।