Naya Diganta

নালিতাবাড়ীতে ভেজাল কীটনাশক বিক্রির অপরাধে ১ লাখ টাকা জরিমানা

নালিতাবাড়ীতে ভেজাল কীটনাশক বিক্রির অপরাধে ১ লাখ টাকা জরিমানা

শেরপুরের নালিতাবাড়ীতে ভেজাল কীটনাশক সরবরাহের অভিযোগে মোশারফ হোসেন (২৮) নামে এক বিক্রয় প্রতিনিধিকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার সন্ধ্যায় উপজেলার মরিচপুরান চৌরাস্তা বাজারে ভ্রাম্যমাণ আদালত বিক্রয় প্রতিনিধিকে এ জরিমানা করেন। ওই বিক্রয় প্রতিনিধির বাড়ি পাশের নকলা উপজেলার বারমাইশা গ্রামে।

উপজেলা প্রশাসন ও স্থানীয়রা জানান, মোশারফ দীর্ঘ দিন থেকে অনুমোদনহীন একটি ভেজাল কীটনাশক বিভিন্ন খুচরা ব্যবসা প্রতিষ্ঠানে বিক্রি করছে। এমন অভিযোগের ভিত্তিতে ক্ষতিগ্রস্ত কৃষক ব্যবসায়ীরা মোশারফকে আটক করে প্রশাসনকে খবর দেয়। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা হেলেনা পারভিন ঘটনাস্থলে পৌঁছে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। স্বাক্ষ্য প্রমাণের ভিত্তিতে মোশারফ হোসেন দোষ স্বীকার করায় তাকে এক লাখ টাকা জরিমানা করেন।

এ সময় নালিতাবাড়ী উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ওয়াসিফ রহমান, ইউপি চেয়ারম্যান আইয়ুব আলীসহ স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।