Naya Diganta

হোসেনপুরে চোখ উঠা রোগের প্রাদুর্ভাব, ফার্মেসিতে ড্রপের সঙ্কট

হোসেনপুরে চোখ উঠা রোগের প্রাদুর্ভাব, ফার্মেসিতে ড্রপের সঙ্কট

কিশোরগঞ্জের হোসেনপুরে গত কয়েক দিন ধরে চোখ উঠা রোগের প্রকোপ দেখা দিয়েছে। ভাইরাসজনিত এ রোগটি ছোঁয়াচে হওয়ায় দ্রুত ছড়িয়ে পড়ছে ঘরে ঘরে। এদিকে হঠাৎ রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় স্থানীয় ফার্মেসিগুলোতে 'ক্লোরামফেনিকেল' জাতীয় ড্রপের সঙ্কট দেখা দিয়েছে।

বিক্রেতারা জানান, সাপ্লাই না থাকায় ওষুধের সাময়িক সঙ্কট সৃষ্টি হয়েছে।

ওষুধ ক্রেতাদের অভিযোগ, শুক্রবার সন্ধ্যায় উপজেলার আদর্শ ফার্মেসি, দুলাল ফার্মেসিসহ বিভিন্ন ফার্মেসিতে এ ধরনের ড্রপ খুঁজে পাওয়া যায়নি।

স্থানীয় উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার মতিউর রহমান ও গোলাপ মিয়া বলেন, ইউনিয়ন পর্যায়ের ক্লিনিকগুলোতে চোখ উঠা রোগীর ভিড় বাড়ছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার আব্দুল্লাহ আল শামীম ও স্থানীয় চক্ষু বিশেষজ্ঞ আমিনুল হক আকন্দ জানান, চোখ উঠা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। এটি এক ধরনের সিজনাল ভাইরাসজনিত ছোঁয়াচে রোগ। তাই এ রোগটি হলে নিজেকে একটু আলাদা রেখে চশমা ব্যবহার করতে হবে এবং ডাক্তারের পরামর্শে চোখে এ সংক্রান্ত ওষুধ ব্যবহার করলে কয়েকদিনের মধ্যেই রোগী সেরে উঠবে।