Naya Diganta

বিয়ের ১০ বছর পর একসাথে ৫ সন্তানের জন্ম, বেঁচে রইল না কেউ

বিয়ের ১০ বছর পর একসাথে ৫ সন্তানের জন্ম, বেঁচে রইল না কেউ

চুয়াডাঙ্গা দামুড়হুদায় এক সাথে পাঁচ সন্তানের জন্ম দিয়েছেন সালেমা খাতুন নামে এক গৃহবধূ।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সন্ধার পর উপজেলার বেসরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্র অ্যাপোলো ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে নরমাল ডেলিভারির মাধ্যমে পাঁচ সন্তান প্রসব করেন তিনি।

সালেমা খাতুন (২৭) চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের কানাইডাঙ্গা গ্রামের ঝন্টু মিয়ার স্ত্রী।

বিষয়টি নিশ্চিত করে চিকিৎসক মাসুমা ফেরদৌস বলেন, বাচ্চাদের বয়স সাড়ে চার মাস। মূলত জরায়ুর সমস্যার কারণে প্রসব করেন তিনি। একটি মেয়ে, দুটি ছেলে এবং অন্য দুটি একসাথে জোড়া থাকায় চিহ্নিত করা যায়নি। প্রসূতি সালেমা খাতুন চিকিৎসাধীন এবং সুস্থ রয়েছেন বলে জানান তিনি।

সালেমার খাতুনের স্বামী ঝন্টু মিয়া বলেন, ‘বিকেলে স্ত্রীর পেট ব্যাথা হলে ক্লিনিকে নিয়ে আসি। এরপরই একে একে পাঁচটি সন্তান প্রসব করে। কিছুক্ষণের মধ্যেই পাঁচ সন্তানই আল্লাহপাকের ডাকে সাড়া দিয়েছে। বিয়ের ১০ বছর পর সন্তানের মুখ দেখলাম। কিন্তু কেউ বেঁচে রইল না।’