Naya Diganta

একাধিক নতুন ফিচার আনছে গুগল

একাধিক নতুন ফিচার আনছে গুগল

অ্যাপলের এয়ারড্রপের মতো অ্যান্ড্রয়েড স্মার্টফোন ও ট্যাবলেটের জন্য নিয়ারবাই শেয়ার সুবিধা আনছে গুগল। এর মাধ্যমে ব্যবহারকারী তার একাধিক ডিভাইসের মধ্যে সহজেই ফাইল আদান-প্রদান করতে পারবে। সেলফ-শেয়ার ফিচার চালুর মাধ্যমে ব্যবহারকারীর অ্যান্ড্রয়েড ডিভাইসগুলো স্বয়ংক্রিয়ভাবে ফাইল আদান-প্রদান করতে পারবে। এমনকি স্ক্রিন বন্ধ থাকলেও সম্ভব হবে। এর ফলে ব্যবহারকারীকে নিজের ফোন থেকে ট্যাবলেট বা ক্রোমবুকে কোনো ফাইল ই-মেইল করে পাঠাতে হবে না। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই সেলফ শেয়ার অপশন চালু হবে বলে জানিয়েছে গুগল কর্তৃপক্ষ।
অন্যান্য ফিচার কবে নাগাদ ব্যবহার করা যাবে সে বিষয়ে গুগলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেয়া হয়নি। অ্যান্ড্রয়েডে সাউন্ড নোটিফিকেশন নামে একটি ফিচার আসছে। যাদের শ্রবণশক্তি নেই বা সমস্যা রয়েছে তাদের জন্য গুগলের এ ফিচার। ফিচারটি চালু করার পর এটি ফায়ার অ্যালার্ম, দরজায় কড়া নাড়া, পানি পড়ার শব্দ শনাক্ত করতে পারে এবং সে বিষয়ে ব্যবহারকারীর ফোন বা ঘড়িতে ভিজুয়াল নোটিফিকেশন বা ভাইব্রেশন দেয়ার মাধ্যমে সতর্ক করবে। এতে ব্যবহারকারী লাইব্রেরিতে পছন্দের শব্দ যুক্ত করতে পারবে। বাসায় ব্যবহৃত বিভিন্ন বৈদ্যুতিক যন্ত্র থেকে অডিও রেকর্ড করা যাবে এবং ফোন সেটি শোনার পর বা শনাক্তের পর ব্যবহারকারীকে নোটিফিকেশন পাঠাতে পারবে। অন্যদিকে গুগল টিভিতে অডিও ডেসক্রিপশনযুক্ত চলচ্চিত্রও রয়েছে। ব্যবহারকারীরা অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে সার্চ অডিও ডেসক্রিপশন মুভিজ কমান্ড দেয়ার মাধ্যমে সেগুলো খুঁজে পাবে সহজেই।