Naya Diganta

বুরকিনা ফাসোয় প্রতিরক্ষা মন্ত্রীকে বরখাস্ত করলেন জান্তা প্রধান

বুরকিনা ফাসোয় প্রতিরক্ষা মন্ত্রীকে বরখাস্ত করলেন জান্তা প্রধান

বুরকিনা ফাসোর জান্তা প্রধান লেফটেন্যান্ট কর্নেল পল হেনরি সান্দাওগো দামিবা একের পর এক উগ্রবাদী হামলার প্রেক্ষাপটে তার প্রতিরক্ষা মন্ত্রীকে বরখাস্ত করেছেন।

প্রতিরক্ষা মন্ত্রীকে বরখাস্ত করার পর নিজেই সেই দায়িত্ব নিয়েছেন বলে জানা গেছে।

সোমবার ঘোষিত ডিক্রিতে এ কথা বলা হয়।

জাতীয় টেলিভিশনে প্রচারিত প্রথম ডিক্রিতে জেনারেল বার্থলেমি সিম্পোরকে প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্ব থেকে সরিয়ে দেয়ার কথা বলা হয়। পরে প্রচারিত দ্বিতীয় ডিক্রিতে বলা হয়, প্রেসিডেন্ট নিজেই প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্ব নিয়েছেন।

দেশটিতে গত ২৪ জানুয়ারির এক অভ্যুত্থানের মধ্য দিয়ে দামিবা ক্ষমতা গ্রহণ করেন।

সাহেল অঞ্চলের বেশিরভাগ এলাকায় বিদ্রোহ চলছে। বুরকিনা ফাসোয় এ বিদ্রোহ ২০১৫ সালে ছড়িয়ে পড়ে। চলতি বছরের শুরু থেকে উগ্রবাদী হামলা বেড়ে যায়। যদিও নিরাপত্তা নিশ্চিত করাকেই জান্তা শাসকরা সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আসছে।

কিন্তু দেশটির ৪০ শতাংশেরও বেশি এলাকা এখনো সরকারের নিয়ন্ত্রণের বাইরে রয়েছে।