Naya Diganta

ফেসবুক নিউজফিডে অনাকাঙ্ক্ষিত পোস্টে সয়লাব

বিশ্বের হাজার হাজার ফেসবুক ব্যবহারকারী বুধবার তাদের নিউজফিডে সমস্যা দেখা দেয়ার অভিযোগ করেছে। ব্যবহারকারীরা নিউজফিডের ওপরের দিকে বিভিন্ন তারকাদের ‘ফ্যান পেজ’ ও গ্রুপের বুস্ট (বিজ্ঞাপন) পোস্ট দেখতে পান।

ডাউনডিটেকটর নামের অনলাইন প্ল্যাটফর্মকে ব্যবহারকারীরা রিপোর্ট (অভিযোগ) করতে থাকলে বিষয়টি সবার দৃষ্টিগোচর হয়। ডাউনডিটেকটর বিভিন্ন ওয়েবসাইট ও অনলাইন সেবা সম্পর্কে তাৎক্ষণিক বিশ্লেষণ দিয়ে থাকে। ডাউনডিটেকটরের কাছে যতগুলো রিপোর্ট এসেছিল তার মধ্যে ৮১ শতাংশই ছিল নিউজফিড সম্পর্কে। এরপর থেকেই ব্যবহারকারীরা নানা ধরনের ছবি ও মিম প্রকাশ করে সমস্যাটি নিয়ে প্রতিক্রিয়া জানাতে থাকে।

ঘটনাটির জন্য ফেসবুকের মূল কোম্পানি মেটা, ব্যবহারকারীদের কাছে ক্ষমা চেয়ে সমস্যাটির সমাধান করা হয়েছে বলে জানায়।

বিবিসিকে কোম্পানিটির একজন মুখপাত্র বলেন, ‘আজ (বুধবার) দিনের শুরুর দিকে কনফিগারেশন পরিবর্তনের কারণে কিছু ব্যবহারকারী তাদের নিউজফিডে সমস্যা দেখতে পায়। সমস্যাটি আমরা দ্রুত সমাধান করেছি।’

সূত্র : ইউএনবি