Naya Diganta

যুক্তরাষ্ট্রে উৎসবের আমেজে ৫০ কিশোরীর হিজাব পরিধান শুরু

যুক্তরাষ্ট্রে উৎসবের আমেজে ৫০ কিশোরীর হিজাব পরিধান শুরু

যুক্তরাষ্ট্রের শিকাগোতে আনুষ্ঠানিকভাবে হিজাব পরিধান শুরু করেছে অন্তত ৫০ জন কিশোরী। শহরটির অরল্যান্ড পার্ক মসজিদে উৎসবের আমেজে তারা হিজাব পরা শুরু করে।

স্থানীয় সময় গত মঙ্গলবার আড়ম্বর এ হিজাব উৎসবটি অনুষ্ঠিত হয়। উৎসবে অংশ নেয়া কিশোরীরা পোশাক-পরিচ্ছদে এখন থেকে ইসলামী ফ্যাশন অনুসরণ করবে বলে সংকল্প করেছে।

সুন্দর এ হিজাব উৎসবের আয়োজন করে সেখানকার ইসলামিক সেন্টার। কয়েক পর্বের এই আনন্দ উৎসবে প্রথমবার হিজাব পরিহিতা কিশোরীদের বেশ উৎফুল্ল ও উচ্ছ্বসিত দেখা যায়। এসব কিশোরীর বেশিরভাগ যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্কুলের ছাত্রী।

আরো পড়ুন- এবার ব্রিটেনের কিশোরীদের হিজাব উৎসব

পশ্চিমের দেশগুলোতে হিজাব পরিধানের সিদ্ধান্তটি বেশ চ্যালেঞ্জের। হিজাব পরিহিতা মুসলিম কিশোরী ও নারীরা শিক্ষাকেন্দ্র-কর্মক্ষেত্রসহ প্রায় সব জায়গায় নেতিবাচক পরিস্থিতির মুখোমুখি হন।

কোমলমতি কিশোরীদের হিজাব পরিধানে উদ্বুদ্ধ করার পাশাপাশি ইসলামিক সেন্টার এই উৎসবের আয়োজন করেছে তাদের মধ্যে এই বার্তা দেয়ার জন্য যে, চ্যালেঞ্জিং এ সিদ্ধান্ত কোনো কিশোরী একা নেয়নি; বরং তার সাথে আরো অনেকেই আছে। হিজাব পরিধানের সম্মিলিত এই উদ্যোগ তাদের মনোবল বাড়াবে বলে ইসলামিক সেন্টার বিশ্বাস করে।

আরো পড়ুন- ইরাকে কিশোরীদের হিজাব উৎসব

সূত্র : মুসলিম অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড