Naya Diganta

শরতের আকাশ

শরতের আকাশকে বোঝা যেন দায়! কখনো রোদ তো কখনো বৃষ্টি! নীল আকাশে সাদা তুলার মতো ছড়িয়ে-ছিটিয়ে থাকে মেঘগুচ্ছ। কাজী নজরুল ইসলামের গানের কথায় ফুটে উঠেছে শরৎকালের প্রকৃত চিত্র- ‘সই পাতালো কি শরতের আজিকে স্নিগ্ধ আকাশ ধরণী?/ নীলিমা বহিয়া সওগাত নিয়া নামিছে মেঘের তরণী।’ সদরঘাট এলাকা থেকে ছবিটি তুলেছেন নাসিম সিকদার