Naya Diganta

প্রস্তুতি এখন এশিয়ান গেমসের

প্রস্তুতি এখন এশিয়ান গেমসের

একইসাথে দুই গেমস শেষ করেছে বাংলাদেশের ক্রীড়াবিদরা। কমনওয়েলথ গেমসের পর ইসলামী সলিডারিটি গেমস। বামির্ংহাম থেকে পদক না এলেও কোনিয়ায় তারা তিনটি পদক জিতেছে। অল্পের জন্য বঞ্চিত হয়েছে কয়েকটি পদক জেতা থেকে।

তবে দুই গেমসে বাংলাদেশের খেলোয়াড়দের পারফরম্যান্স আশাব্যাঞ্জক। এই ধারা অব্যহত থাকলে আগামী বছর এশিয়ান গেমস এবং এস এ গেমসে ভালো করা যাবে। তাই খেলোয়াড়দের এশিয়ান গেমসের জন্য প্রস্তুত হওয়ার পরামর্শ দিলেন বিওএ মহাসচিব সৈয়দ শাহেদ রেজা।

তার মতে, এশিয়ান গেমসের তারিখ চূড়ান্ত হয়েছে। আগামী বছর তা হবে। তবে এখনো এস এ গেমসের তারিখ হয়নি। আমি আশাবাদী সর্বশেষ দুই গেমসে বাংলাদেশের ক্রীড়াবিদরা যে নৈপূন্য দেখিয়েছেন, তা ধরে রাখতে পারলে পদক আসবে এশিয়ান গেমসে। সাথে আরো ভালো করবো এস এ গেমসে। তিনি উল্লসিত স্প্রিন্টার যুক্ত্যরাজ্য প্রবাসী ইমরানুর রহমানের ১০০ মিটারে ১০.০১ মিটার টাইমিংয়ে।