Naya Diganta

যুদ্ধপরবর্তী পুনর্গঠন চুক্তিতে তুরস্ক-ইউক্রেন

যুদ্ধ পরবর্তী পুনর্গঠন সংক্রান্ত একটি চুক্তিতে স্বাক্ষর করেছে ইউক্রেন-তুরস্ক। এ চুক্তির মাধ্যমে ইউক্রেনে যুদ্ধ পরবর্তী অবকাঠামো পুনর্গঠনে তুরস্ক অংশ নেবে। লভিভে ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগানের উপস্থিতিতে সমঝোতা স্মারকটি স্বাক্ষরিত হয়।
প্রেসিডেন্ট জেলেনস্কির ওয়েবসাইট থেকে জানা যায়, চুক্তিতে ইউক্রেনের অবকাঠামো মন্ত্রী ওলেক্সান্ডার কুবরাকভ এবং তুরস্কের বাণিজ্যমন্ত্রী মেহমেত মুস স্বাক্ষর করেছেন। এ সময় কুবরাকভ বলেন, তুরস্ক আমাদের কৌশলগত মিত্র। রাশিয়ার হামলায় ধ্বংস হওয়া অবকাঠামো পুনরুদ্ধারে সহযোগিতা করার জন্য আমরা আমাদের তুর্কি অংশীদারদের প্রতি কৃতজ্ঞ।