Naya Diganta

ইয়ুথ আইজিএফের রেজিস্ট্রেশন চলছে

আগামী ২৬ এবং ২৭ আগস্ট দ্বিতীয় ইয়ুথ আইজিএফ বাংলাদেশ ঢাকায় অনুষ্ঠিত হবে। ইয়ুথ আইজিএফ বাংলাদেশে যোগ দিতে রেজিস্ট্রেশন চলছে। ১৮ থেকে ৪০ বছর বয়সীরা এই কার্যক্রমে অংশ নিতে পারবেন।
ইয়ুথ আইজিএফ বাংলাদেশ বা ইয়ুথ ইন্টারনেট গভর্নেন্স ফোরাম বাংলাদেশ হচ্ছে, বাংলাদেশ ইন্টারনেট গভর্নেন্স ফোরামের (বিআইজিএফ) অধীনে জাতিসঙ্ঘের ইন্টারনেট গভর্নেন্স ফোরামের (ইউএনআইজিএফ) সাথে সম্মিলিত একটি কার্যক্রম। বাংলাদেশের তরুণদের ইন্টারনেট গভর্নেন্স ও তথ্যপ্রযুক্তির বিভিন্ন বিষয়ে সচেতন করা ও তাদের সাথে বিশ্বের বিভিন্ন তথ্যপ্রযুক্তিবিদ আলোচনা এবং জ্ঞান বিনিময় করার দারুণ এক উদ্যোগ। ইয়ুথ আইজিএফ বাংলাদেশ ২০২২ প্রোগ্রামে অংশ নিতে এই লিংকে (https://forms.gle/miBmFzfQ5T1ZYaF8A) ক্লিক করে রেজিস্ট্রেশন করতে পারবেন।