Naya Diganta

জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জুরিবোর্ড গঠন

জাতীয় পুরস্কার প্রদানের লক্ষ্যে ১৩ সদস্যের একটি জুরিবোর্ড গঠন করা হয়েছে। এক বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্য অধিদফতর থেকে বিষয়টি জানানো হয়েছে।
জুরিবোর্ডে সভাপতি হিসেবে রয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (চলচ্চিত্র)। অন্য সদস্যরা হলেন- বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (চলচ্চিত্র), বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি বিভাগের সহকারী অধ্যাপক রিফাত ফেরদৌস, চলচ্চিত্র পরিচালক মোরশেদুল ইসলাম, সুরকার ও সংগীত পরিচালক মকসুদ জামিল মিন্টু, চিত্রগ্রাহক পঙ্কজ পালিত, অভিনেতা জাহিদ হাসান, অভিনেত্রী সালমা বেগম সুজাতা, সঙ্গীতশিল্পী মোহাম্মদ নকিব উদ্দিন খান (নকীব খান) ও দৈনিক ভোরের কাগজ পত্রিকার সম্পাদক শ্যামল দত্ত।
বোর্ডের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ১৬ আগস্টের প্রজ্ঞাপনে বলা হয়েছে, এই জুরি বোর্ড ২০২১ সালে মুক্তিপ্রাপ্ত সব চলচ্চিত্র মূল্যায়নপূর্বক পুরস্কারপ্রাপ্ত ব্যক্তি/ চলচ্চিত্রের নাম সুপারিশ করবে।