Naya Diganta

মেঘনায় ৫ জেলেকে অপহরণ করে মুক্তিপণ দাবি

মেঘনায় ৫ জেলেকে অপহরণ করে মুক্তিপণ দাবি

ভোলার তজুমদ্দিনের মেঘনা নদীতে পাঁচ জেলেকে অপহরণ করেছে জলদস্যুরা। এ সময় তারা জেলেদের পরিবারের কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেছে।

বুধবার ভোররাতে মেঘনা নদীর চরমোজাম্মল এলাকায় মাছ ধরার সময় তাদের অপহরণ করে জলদস্যুরা।

অপহৃতরা হলেন শশীগঞ্জ মাছ ঘাটের জেলে আরিফ, সালাহউদ্দিন, আব্দুর রহমান, আবু মাঝী ও ফারুক।

অপহৃত জেলেদের পারিবারিক সূত্র জানায়, তাদেরকে অপহরণের পর প্রত্যেকের বাড়িতে কল দিয়ে ৫০ হাজার টাকা করে মুক্তিপণ দাবি করা হয়েছে। এ সময় তাদের ভোলায় মেঘনা নদীর মাঝে তুলাতলি চরে রাখা হয়েছে বলেও জানায় পরিবার।

শশীগঞ্জ মাছঘাট ব্যবসায়ীরা জানান, মাছ কম থাকায় নদীতে জেলের সংখ্যাও কম। ডাকাতকবলিত জেলেরা প্রশাসনিক হয়রানি এড়াতে ঘটনা গোপন রাখার চেষ্টা করে বরেও জানান তারা।

তজুমদ্দিন কোস্টগার্ড কমান্ডার বলেন, জেলেদের মাধ্যমে অপহরণের খবর শুনলেও আমাদেরকে কেউ প্রকৃত ঘটনা জানায়নি। ব্যাপারটি কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে বলেও জানান তিনি।