Naya Diganta

রাবাদা ঝড়ে ১৬৫তে অলআউট ইংল্যান্ড

লর্ডসে বৃষ্টি আঘাত হানে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার প্রথম টেস্টে। প্রথম দিনের খেলা শেষ হয় স্থানীয় সময় বিকাল সাড়ে ৪টায়। টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত দক্ষিণ আফ্রিকার। বৃষ্টির সাথে দক্ষিণ আফ্রিকার পেসারদের রাজত্ব। প্রথম দিন খেলা হয় ৩২ ওভার। দক্ষিণ আফ্রিকার পেসার রাবাদার বোলিংয়ে দিশেহারা ইংল্যান্ড দিন শেষ করে ৬ উইকেটে ১১৬ রানে।
দুই অপরাজিত ব্যাটসম্যান অলি পোপ ৬১ ও স্টুয়ার্ট ব্রড ০ রানে দ্বিতীয় দিনের খেলা শুরু করেন। পোপ ৭৩ রানে রাবাদার বলে আউট হলেও দলের সাত ব্যাটসম্যান দুই অঙ্কের কোটায় পৌঁছতে পারেননি। শেষ পর্যন্ত ইংল্যান্ডের প্রথম ইনিংস শেষ হয় ১৬৫ রানে। রাবাদা পাঁচ উইকেট নেন। দক্ষিণ আফ্রিকার ইনিংসের সূচনা করতে আসেন অধিনায়ক ডিন এলগার ও সরেল এরউই। দক্ষিণ আফ্রিকা ১৪৩ রান সংগ্রহ করে ২ উইকেটে। ব্যাটিংয়ে আছেন সরেল এরউই ৫৯ ও মার্করাম ৭ রানে ব্যাট করছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত দ্বিতীয় দিন দ্বিতীয় সেশনের খেলা চলছিল।