Naya Diganta

বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানালেন আসিয়ান রাষ্ট্রদূতরা

ঢাকায় নিযুক্ত দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ানের রাষ্ট্রদূতরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।
গতকাল মঙ্গলবার আসিয়ান ঢাকা কমিটির (এডিসি) ব্যানারে আটটি দেশের মিশন প্রধানরা ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে যান। তারা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। মিশন প্রধানদের মধ্যে ছিলেন ব্রুনাই দারুসসালামের হাইকমিশনার, ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত, মালয়েশিয়ার হাইকমিশনার, মিয়ানমারের রাষ্ট্রদূত, থাইল্যান্ডের রাষ্ট্রদূত, ভিয়েতনামের রাষ্ট্রদূত, সিঙ্গাপুর কনস্যুলেটের হেড অব মিশন এবং ফিলিপাইনের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত।
আসিয়ানের আটটি দেশের মিশন নিয়ে ২০১৪ সালে এডিসি গঠিত হয়। প্রতি ছয় মাস অন্তর এর চেয়ারম্যানশিপ বদলায়। মিয়ানমার বর্তমানে এডিসির চেয়ার।
এ ছাড়া গত সোমবার ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।