Naya Diganta

প্রথমবারের মতো মিয়ানমার সফরে জাতিসঙ্ঘ দূত

মিয়ানমার বিষয়ক জাতিসঙ্ঘের নতুন বিশেষ দূত গতকাল মঙ্গলবার দেশটিতে প্রথম সফর শুরু করেছেন। জান্তা আদালত দেশটির ক্ষমতাচ্যুত বেসামরিক নেতা অং সান সুচিকে দুর্নীতির দায়ে আরো ছয় বছরের কারাদ- দেয়ার এক দিন পর তিনি এ সফর শুরু করলেন। সোমবার রাতে দেয়া জাতিসঙ্ঘের এক বিবৃতিতে বলা হয়, নতুন দূত নোয়েলীন হেজার মিয়ানমারের অবনতিশীল পরিস্থিতি ও উদ্বেগপূর্ণ বিভিন্ন ইস্যুর পাশাপাশি তার দায়িত্বের অগ্রাধিকার পাওয়া অন্য বিষয়গুলোর আলোচনার ওপর গুরুত্ব দেবেন।
জান্তা সরকারের শীর্ষ নেতৃত্বের মধ্যে তিনি কারো সাথে বা সুচির সাথে সাক্ষাৎ করবেন কিনা সে ব্যাপারে বিবৃতিতে বিস্তারিত কিছু বলা হয়নি।