Naya Diganta

আপনার জীবনের সবকিছু সবার জানার জন্য নয়

এক. মনে রাখবেন, আপনার জীবনে ঘটে যাওয়া প্রতিটি ভালো বা খারাপ জিনিস সর্বসাধারণের জানার জন্য নয়। আপনি কেন এটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে চান? কেন মানুষকে অতিরিক্ত অযাচিত খাদ্যেও জোগান দেবেন? আপনার এবং সর্বশক্তিমানের মধ্যে জিনিসগুলো গোপন রাখতে শিখুন। তিনিই একমাত্র যার ওপর আস্থা রাখতে হবে আপনাকে।

দুই. আমরা আগামীকালকে নিশ্চিত বিবেচনা করি কারণ আমরা বিশ্বাস করি আগামীকাল সব সময় থাকবে। হ্যাঁ, আগামীকাল থাকতে পারে, তবে মনে রাখবেন, আমরা নাও থাকতে পারি! কে বলতে পারবে তার জন্য ‘আগামীকাল’  নিশ্চিত? আপনি ‘আজই’ সর্বাধিক যা পারেন করুন, ধন্য হন! গতকাল, অনেকে ভেবেছিলেন যে তারা আজকের দিনটি দেখবেন!

তিন. যেতে দেয়া অবিশ্বাস্যরকম কঠিন। কেউ কেউ তাদের অতীতকে আঁকড়ে ধরে এগিয়ে যাওয়াকে কঠিন দেখতে পায়। সর্বশক্তিমানের কাছ থেকে আপনার জন্য শক্তি প্রার্থনা করুন। জীবন মানে হলো পরিবর্তন। জিনিসগুলো যেমন আছে তেমন রাখার জন্য আমরা যতই চেষ্টা করি না কেন, শেষমেশ পরিবর্তন আসবে। সুতরাং আপনার কিছু আছে মানে আপনাকে বিদায় দিতে হবে সেটাকে!