Naya Diganta

সোনারগাঁওয়ে নিখোঁজের ২ দিন পর মেঘনায় ভাসল তরুণের লাশ

সোনারগাঁওয়ে নিখোঁজের ২ দিন পর মেঘনায় ভাসল তরুণের লাশ

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মেঘনা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজের দুই দিন পর তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে মেঘনা নদীর ভাটিবন্দর এলাকায় নিখোঁজ যুবক জাহিদুলের অর্ধগলিত লাশ ভেসে উঠলে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

রোববার উপজেলার পিরোজপুর ইউনিয়নের ভাটিবন্দর এলাকায় মেঘনা নদীতে গোসল করতে নেমে জাহিদুল আলম মেহেদী (২০) নামের এক তরুণ নিখোঁজ হয়। পরে ফায়ার সার্ভিসসহ এলাকাবাসী উদ্ধার অভিযান চালিয়েও নিখোঁজ তার খোঁজ পায়নি।

জাহিদুল ইসলাম মোগরাপাড়া ইউনিয়নের বাড়ি মজলিস গ্রামের মনির হোসেনের ভাড়াটিয়া শহিদুল ইসলামের ছেলে। তার গ্রামের বাড়ি গাইবান্ধা জেলার সদর থানার কোনারপাড়া গ্রামে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলার পিরোজপুর ইউনিয়নের ভাটিবন্দর এলাকায় দুপুর ২টার দিকে ৮ জন তরুণ-যুবক মেঘনা নদীতে গোসল করতে নামে। তারা সাঁতরিয়ে নদীর দূরবর্তী স্থানে চলে যায়। এক পর্যায়ে জাহিদুল ইসলাম পানির স্রোতের সাথে নদীতে তলিয়ে যায়।

খবর পেয়ে সোনারগাঁও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে সন্ধ্যা পর্যন্ত উদ্ধারের চেষ্টার পরও নিখোঁজের সন্ধান পাওয়া যায়নি।

সোনারগাঁও থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, মঙ্গলবার নিখোঁজ তরুণের অর্ধগলিত লাশ ভেসে উঠেছে। লাশটি থানা থেকে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।