Naya Diganta
আদালতের রায় উপেক্ষা

রূপগঞ্জে নিরীহ পরিবারের জমি দখল নিতে হামলা ও ভাঙচুরের অভিযোগ

আদালতের রায় উপেক্ষা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নিরীহ পরিবারের জমি দখল নিতে প্রতিপক্ষের লোকজন হামলা ও ভাঙচুর করে বাদীকে প্রাণনাশের হুমকি দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে রোববার ভোরে উপজেলার গোলাকান্দাইল বিজয়নগর নামাপাড়া এলাকার হাফিজুর রহমান শ্যামলের বাড়িতে।
অভিযোগ সূত্রে জানা যায়, গোলাকান্দাইল উত্তর পাড়া এলাকার মৃত সিরাজুল হকের ছেলে হাফিজুর রহমানের পৈতৃক জমিতে করা নতুন বাড়িতে রোববার ভোরে আনোয়ারের নেতৃত্বে কবির, জলিল, জজ মিয়ার ছেলে খোকন, মেহেদীসহ ১০-১২ জন চাপাতি, রামদা, লোহার রড নিয়ে হামলা চালিয়ে টিনের বাউন্ডারি ও ঘরবাড়ি কুপিয়ে লক্ষাধিক টাকার ক্ষতি করে। যাওয়ার সময় হাফিজুর রহমানকে মোবাইল ফোনে প্রাণনাশের হুমকি দেয়।
বাড়ির মালিক হাফিজুর রহমান শ্যামল আরো জানান, বাড়ির সীমানা নিয়ে মৃত হজরত আলীর ছেলে আনোয়ারের পরিবারের সাথে তার দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল। ২০১৮ সালে আদালত তাদের (শ্যামল) পক্ষে রায় দেন। রায়ের পর থেকে নীরব থাকলেও এখন তারা এ হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটিয়েছে। এ ঘটনায় রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
রূপগঞ্জ থানার ওসি এ এফ এম সায়েদ বলেন, অভিযোগ পেয়েছি তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।