Naya Diganta

শেষ ম্যাচে নিউজিল্যান্ডের হার

ওয়েস্ট ইন্ডিজ সফরে তিন ম্যাচ টি-২০ সিরিজে প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নিয়েছিল আগেই নিউজিল্যান্ড। তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডের করা সাত উইকেটে ১৪৫ রানের জবাবে ক্যারিবীয়রা ১৯ ওভারে দুই উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে।
কিংস্টনে সিরিজের তৃতীয় টি-২০ ম্যাচে টসে জিতে নিউজিল্যান্ড প্রথম ব্যাটিং করে সাত উইকেটে ১৪৫ রান সংগ্রহ করে। নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৪১ রান করেন গ্লেন ফিলিপস। গাপতিল ১৫ রান করেন। ১৫ রানের সুবাদে ভারত অধিনায়ক রোহিত শর্মাকে ছাড়িয়ে টি-২০-তে সর্বোচ্চ রান সংগ্রাহক এখন তিনি। ১২১ ম্যাচ খেলে কিউই ওপেনারের রান তিন হাজার ৪৯৭। ১১ ম্যাচ বেশি খেলে দুইয়ে থাকা রোহিতের রান তিন হাজার ৪৮৭। ২৪ রান করেন উইলিয়ামসন। ওয়েস্ট ইন্ডিজের তিন উইকেট নেন ওডেন স্মিথের। দু’টি উইকেট আকিল হোসেনের।
জবাবে দুই উইকেটে হারিয়ে এক ওভার বাকি থাকতেই ১৫০ রান করে জয় বন্দরে পৌঁছায় স্বাগতিকরা। সামার ব্রুকস ৫৬ রানে অপরাজিত থাকেন। এ ছাড়া ৫৩ রান করেন ব্রেন্ডন কিং। ম্যাচসেরা হন ব্রেন্ডন কিং। টুর্নামেন্ট সেরা গ্লেন ফিলিপস। নিউজিল্যান্ডের ২-১-এ সিরিজ জয়।