Naya Diganta

প্রশ্নোত্তর

প্রশ্ন : মাজহাব মানতে হবে এরকম কি কোনো বাধ্যবাধকতা আছে, না থাকলে কেন মানব?
উত্তর : সাধারণ মানুষ এবং এমন আলেম যারা কুরআন ও হাদিস থেকে মাসয়ালা বের করতে পারে না, তাদের কোনো না কোনো আলেমের মতামত অনুযায়ী চলতে হয়। কোন হাদিস সহিহ, কোনটি সহিহ নয়, কোন হাদিসের ব্যাখ্যা কী হবে, কুরআনের কোন আয়াতের তাফসির বা ব্যাখ্যা কী হবে- এসব বিষয়ে কোনো না কোনো আলেমের মতামত তাকে শুনতে হয়। আর এটিই মাজহাব মানা। সুতরাং এমন মানুষদের জন্য মাজহাব মানা ছাড়া কোনো বিকল্প নেই এবং এমন প্রত্যেকেই মাজহাব মানে। হয়তো সে প্রসিদ্ধ চার মাজহাব মানে কিংবা অন্য কোনো আলেমের মতামত মেনে চলে।
-ফতোয়া বিভাগ, আস সুন্নাহ ট্রাস্ট