Naya Diganta

ফরিদপুরে সংঘর্ষের শঙ্কায় শোক দিবসের অনুষ্ঠান বন্ধ

ফরিদপুরে সংঘর্ষের শঙ্কায় শোক দিবসের অনুষ্ঠান বন্ধ।

ফরিদপুরের সালথায় সংঘর্ষের শঙ্কায় আওয়ামী লীগর জাতীয় শোক দিবসের অনুষ্ঠান বন্ধ করে দিয়েছে পুলিশ।

শনিবার সন্ধ্যার পর পুলিশের একটি দল অনুষ্ঠান বন্ধের নির্দেশ দেয় এবং প্যান্ডেলের বাঁশসহ অন্যান্য সামগ্রী খুলে ফেলতে বলে হয়।

পুলিশ বলছে, সম্ভাব্য সংঘর্ষের আশঙ্কায় তাদের অনুষ্ঠান বন্ধ করতে বলা হয়।

সালথা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চৌধুরী সাব্বির আলীসহ অন্যরা জানান, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে সালথা মডেল উচ্চ বিদ্যালয় মাঠে কুরআন খতম, মিলাদ মাহফিল, আলোচনা সভা ও দুস্থদের মাঝে খাদ্য বিতরণের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্যান্ডেল তৈরির কাজ শুরু হয় শনিবার সকাল থেকে। তবে শনিবার সন্ধ্যার পর সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ সাদী ফোন করে অনুষ্ঠান বন্ধ করে দিতে বলেন। পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পুলিশ এসে মঞ্চ তৈরির কাজ বন্ধ করে দেয় এবং তৈরি করা মঞ্চের অংশ খুলে ফেলে পুলিশ। এ সময় আয়োজক পক্ষের নেতাদের হুমকি দেয়া হয় বলে অভিযোগ করেন তারা।

সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ সাদী বলেন, সম্ভাব্য সংঘর্ষের শঙ্কায় অনুষ্ঠান বন্ধ করতে বলা হয়েছে।