Naya Diganta

থাইল্যান্ডের অজ্ঞাত হোটেলে গোতাবায়া

শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে সিঙ্গাপুর থেকে থাইল্যান্ডে এসেছেন গত বৃহস্পতিবার রাতে। এরপর রাজধানী ব্যাংককের প্রাণকেন্দ্রে একটি হোটেলে অবস্থান করছেন। সেখানে নিরাপত্তার কারণে পুলিশ তাকে সাবধান করেছে। পরামর্শ দিয়েছে হোটেল কক্ষ থেকে বের না হতে। তিনজন সাথী নিয়ে বৃহস্পতিবার রাজাপাকসে সিঙ্গাপুর থেকে একটি ভাড়া করা বিমানে স্থানীয় সময় বৃহস্পতিবার সময় রাত ৮টায় অবতরণ করেন সামরিক বিমানঘাঁটি ডন মুয়েং আন্তর্জাতিক বিমানবন্দরে।
তাদের অবতরণ করার কথা ছিল ফুকেটে। কিন্তু বিমান থেকে তথ্য ফাঁস হওয়ার আতঙ্কে ওই বিমানটিকে ঘুরিয়ে ব্যাংককে সামরিক ওই বিমানবন্দরে নিয়ে যাওয়া হয়। ব্যাংককে যে হোটেলে তারা উঠেছেন তার নাম বা অবস্থান প্রকাশ করা হয়নি। তবে পুলিশের স্পেশাল শাখার সদস্যদেরকে আগে থেকেই রাজাপাকসের নিরাপত্তায় নিয়োজিত করা হয়েছিল। কর্মকর্তারা শ্রীলঙ্কার সাবেক এই প্রেসিডেন্টকে থাইল্যান্ডে থাকার সময়টা হোটেলেই অবস্থান করার পরামর্শ দিয়েছেন। গোতাবায়া রাজাপাকসের সিঙ্গাপুরের ভিসার মেয়াদ যেদিন শেষ হয়, ঠিক সেদিনই তিনি ব্যাংককের উদ্দেশে উড়াল দেন।