Naya Diganta

নান্দাইলে অটোরিকশায় চার্জ দিয়ে গিয়ে শিশুর মৃত্যু

ময়মনসিংহের নান্দাইলে অটোরিকশায় চার্জ দিয়ে গিয়ে বিদ্যুতায়িত হয়ে আব্দুর রহমান (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (১৩ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের কামালপুর গ্রামে এ ঘটনা ঘটে।

আব্দুর রহমান ওই গ্রামের আবু তাহেরের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, আব্দুর রহমান রহমানের বাবা আবু তাহের অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেন। লোডশেডিং থাকায় শুক্রবার সারা রাত বিদ্যুৎ আসেনি। শনিবার সকালে দিকে বিদ্যুৎ আসে। এ সময় শিশু আব্দুর রহমান তার বাবাকে ঘুমের মধ্যে অটোরিকশাটি চার্জে বসানোর জন্য ডাক দেয়। শিশুটির বাবা আবু তাহের ছেলের ডাক শুনে আবার ঘুমিয়ে পড়ে। এক পর্যায়ে আব্দুর রহমান নিজেই অটোরিকশায় চার্জ দিতে গেলে বিদ্যুতায়িত হয়ে মাটিতে লুঠিয়ে পড়ে। পরিবারের লোকজন তাৎক্ষণিক আহত অবস্থায় উদ্ধার করে তাকে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মোয়াজ্জেমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাছলিমা আক্তার শিউলি বলেন, ঘটনাটি শুনেছি। অটোরিকশা চার্জে বসানোর সময় একটি শিশু বাচ্চার মৃত্যু হয়েছে। পরিবারটি খুবই গরিব। অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করে। বিষয়টি খুবই মর্মান্তিক।

এ বিষয়ে নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান আকন্দ জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।