Naya Diganta

ভারতে কমছে করোনার অ্যাকটিভ কেস, স্বাধীনতা দিবসে সতর্ক থাকার নির্দেশ

ভারতে কমছে করোনার অ্যাকটিভ কেস, স্বাধীনতা দিবসে সতর্ক থাকার নির্দেশ

ভারতজুড়ে অব্যাহত করোনার চোখ রাঙানি। এক দিন সংক্রমণ খানিকটা নিয়ন্ত্রণে মনে হলেও পর মুহূর্তেই টেস্টিং বৃদ্ধি পেলে বাড়ছে সংক্রমণের হারও। গত কয়েক দিনের করোনা পরিসংখ্যানেই সেই ছবিটা স্পষ্ট।

গত ২৪ ঘণ্টায় যেমন খানিকটা কমেছে সংক্রমণ। স্বস্তি দিচ্ছে নিম্নমুখী অ্যাকটিভ কেসও। তবে দিল্লিসহ কয়েকটি রাজ্যের কোভিড গ্রাফ এখনো চিন্তায় রাখছে।

শনিবার ভারতের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের দেয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ১৫ হাজার ৮১৫ জন। গতকাল যে সংখ্যাটা ছিল ১৬ হাজারের বেশি। সংক্রমণের পাশাপাশি গত ২৪ ঘণ্টায় খানিকটা কমেছে অ্যাকটিভ কেসও। দেশের সক্রিয় রোগী বর্তমানে ১ লাখ ১৯ হাজার ২৬৪ জন। গোটা দেশে অ্যাকটিভ কেসের হার কমে ০.২৭ শতাংশ।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের বুলেটিন অনুযায়ী, ভারতে এক দিনে করোনায় প্রাণ হারিয়েছেন ৬৮ জন। দেশে এখনো পর্যন্ত কোভিডে মোট মৃতের সংখ্যা ৫ লাখ ২৬ হাজার ৯৯৬।

ভারতের বেশিরভাগ রাজ্যে সংক্রমণে লাগাম টানা সম্ভব হলেও নতুন করে চিন্তায় ফেলছে রাজধানী দিল্লির করোনা গ্রাফ। এক দিনে রাজধানীতে আক্রান্ত ২ হাজার ৩০০ জনেরও বেশি। মহারাষ্ট্রের কোভিড গ্রাফও উদ্বেগজনক। কেরালা, তামিলনাড়ু, কর্ণাটকের মতো রাজ্যগুলোর করোনা সংক্রমণ অন্যান্য রাজ্যের তুলনায় বেশি। এরই মধ্যে দেশজুড়ে ৭৫তম স্বাধীনতা দিবস পালনের তোড়জোড় চলছে। এই কর্মসূচির জন্য যাতে করোনা লাগামছাড়া না হয়ে পড়ে, তার জন্য নতুন করে রাজ্যগুলোকে সতর্ক করেছে কেন্দ্র।

সূত্র : সংবাদ প্রতিদিন