Naya Diganta
বিএইচআরএফের সমাবেশ

সাংবাদিকের ওপর হামলাকারী চিকিৎসকের নিবন্ধন বাতিলের দাবি

বিএইচআরএফের সমাবেশ

সাংবাদিক হাসান মিসবাহর ওপর হামলাকারী চিকিৎসকের নিবন্ধন আগামী ১৫ দিনের মধ্যে বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরাম (বিএইচআরএফ)। অন্যথায় বাংলাদেশ মেডিক্যাল ও ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) সামনে প্রতিবাদ কর্মসূচি পালনের ঘোষণা দেন সংগঠনের নেতারা। বিএমডিসি নিবন্ধন বাতিল না করলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সামনে কর্মসূচি পালন করা হবে।
সংগঠনের কার্যনির্বাহী কমিটির সদস্য ইনডিপেনডেন্ট টেলিভিশনের সিনিয়র রিপোর্টার হাসান মিসবাহর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে গতকাল শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাব চত্বরে অনুষ্ঠিত এক সমাবেশ থেকে এই দাবি জানানো হয়। বিএইচআরএফের সভাপতি রাশেদ রাব্বির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেলের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সদস্য গোলাম মুর্তজা ধ্রুব, ঢাকা রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী কমিটির সদস্য মাইনুল ইসলাম, ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরামের সাধারণ সম্পাদক আবু আলী, বিএইচআরএফের সাংগঠনিক সম্পাদক মোস্তফা মোজ্জাম্মেল কমল, কার্যনির্বাহী কমিটির সদস্য আয়নাল হোসেন প্রমুখ।
প্রসঙ্গত; গত মঙ্গলবার রাজধানীর কামরাঙ্গীরচরে এসপিএ ডায়াগনস্টিক সেন্টারে বিএমডিসির সনদ ছাড়াই রোগীদের চিকিৎসা সেবা দেয়া হচ্ছে এমন খবরের ভিত্তিতে পেশাগত দায়িত্ব পালনকালে হাসান মিসবাহর ওপর হামলা চালায় ওই হাসপাতালের সংশ্লিষ্টরা।