Naya Diganta

সংক্ষিপ্ত তালিকায় বেনজেমা

২০২১-২২ সিজনের সেরা খেলোয়াড়ের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে উয়েফা। এতে ১৫ খেলোয়াড়ের মধ্যে সংক্ষিপ্ত তিনজনের তালিকায় আছেন রিয়াল মাদ্রিদের করিম বেনজেমা। অপর দুইজন ম্যানচেস্টার সিটির কেভিন ডি ব্রুইনে ও রিয়াল মাদ্রিদের থিবাউট কর্তোয়া। পেছনে পড়েছেন রবার্তো লেভানোদস্কি, সাদিও মানে ও মোহাম্মদ সালাহরা। সেরা কোচের তালিকায় তিন এ আছেন পেপ গার্দিওয়া, ইর্য়ুগান ক্লপ ও কার্লো আনচেলত্তি।