Naya Diganta

নতুন কোচ খুঁজছে শেখ জামাল

লে. শেখ জামাল ধানমন্ডি কাবের ম্যানেজমেন্ট বড়সড় পরিবর্তন। আগের অনেকেই নেই এবার। ম্যানেজার আনোয়ারুল করিম
হেলাল এখন আর নেই আগের দায়িত্বে। তাকে সরিয়েই দেয়া হয়েছে। নতুন সিজনের দল গঠনেও তাই নতুন দায়িত্বশীলদের
কর্মতৎপরতা। বসুন্ধরা গ্রুপের সাথে সম্পৃক্ত নতুন দায়িত্বপ্রাপ্তরা। তবে কোচ নিয়োগে দলটি পড়েছে বেকায়দায়। গত সিজনের
কোচ যোসেফ আফুসিকে লিগ শেষেই বিদায় করে দেয়া হয় নিম্নমানের বিদেশী আনায়। এর আগেই প্রথম পর্বের পর বরখাস্ত করা
হয় স্পেনের কোচ হুয়ানকে। যদিও তিনি দলকে অপরাজিত রেখেছিলেন পুরো প্রথম পর্বে। আগামী সিজনের জন্য তারা কথা
পাকা করেই ফেলেছিল আর্জেন্টিনার দিয়েগো আন্দ্রেস ক্রুসিয়ানির সাথে। কিন্তু সাইফ স্পোর্টিং ও উত্তর বারিধারার ম্যাচে রেফারির
ওপর চড়াও হওয়ায় বাফুফের ডিসিপ্লিনারি কমিটি তাকে ছয় মাস নিষিদ্ধ করে। ফলে জাতীয় দল এবং সাইফের সাবেক কোচ
ক্রুসিয়ানিকে আর দায়িত্ব দিতে পারছে না কাব কর্তৃপক্ষ। ফলে এখন নতুন কোচ খুঁজতে হচ্ছে শেখ জামালকে।
দেশী কোচদের মধ্যে এখন ফ্রিই আছেন সাইফুর বারী টিটু ও মারুফুল হক। গত সিজনে শেখ রাসেল কাব থেকে দায়িত্ব হারান
টিটু। মারুফ ছিলেন চট্টগ্রাম আবাহনীতে। এবার মারুফের প্রথমে ফর্টিস এফসি এবং পরে সাইফ স্পোর্টিং কাবের হেড কোচ হওয়ার
কথা শোনা যায়। শেষ পর্যন্ত সাইফেই যাওয়ার কথা ছিল। কিন্তু সাইফ বিপিএল ফুটবল থেকে সরে যাওয়ায় মারুফের আর নতুন
এই কাবে যাওয়া হলো না। ফলে মারুফকেও কোচ করার কথা বিবেচনা করছে শেখ জামাল। সাথে আছে টিটুর নামও। এ ছাড়া
বিদেশী কোচও খোঁজা হচ্ছে। কাব সূত্রে জানা গেছে তা।
এ দিকে দলবদলে শেষ সময়ে নেমে তেমন ফুটবলার আর পাচ্ছে না শেখ জামাল। এর পরও জাতীয় দলের সাবেক ফুটবলার
লেফট ইয়ামিন মুন্না, স্ট্রাইকার মোহাম্মদ জুয়েল ও মান্নাফ রাব্বীকে নিয়েছে তারা। ইয়ামিন মুন্না ছিলেন মুক্তিযোদ্ধায়। জুয়েলের
সর্বশেষ কাব শেখ রাসেল। মুক্তিযোদ্ধা থেকে খলিল ও তারেককেও নিয়েছে তারা। চট্টগ্রাম আবাহনীর কৌশিক বড়ুয়াও যোগ
দিয়েছেন এই কাবে। কাব কর্তৃপক্ষ পুরনোদের মধ্যে রায়হান হাসান, নুরুল আবসার, গোলরক্ষক নাঈম, শাকিল, সোহান, ওমর
ফারুক বাবুকে রেখে দিচ্ছে। বিদেশীদের মধ্যে ওতাবেক ও সোলেমান সিল্লাকে আগামী মৌসুমেও খেলাবে। এ ছাড়া উঠতি বেশ কিছু
নতুন খেলোয়াড় নিয়েছে পেশাদার লিগের সাবেক চ্যাম্পিয়নরা।