Naya Diganta

আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার বাছাইপর্বে ১ম হলেন বুশরা

আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার বাছাইপর্বে ১ম হলেন বুশরা।

আন্তর্জাতি হিফজুল কুরআন প্রতিযোগিতার বাছাইপর্বে প্রথম হলেন চট্টগ্রামের মেয়ে হাফেজা বুশরা বিনতে মাহমুদ।

চলতি বছরের আগামী ২৭ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত ১৪ দিনব্যাপী সংযুক্ত আরব আমিরাতের দুবাই সিটিতে একটি আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ওই প্রতিযোগিতায় অংশগ্রহণের বাছাইপর্বে প্রথম হয় বুশরা।

জানা গেছে, আন্তর্জাতিক ওই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য ধর্ম মন্ত্রণালয়ের উদ্যোগে ইসলামিক ফাউন্ডেশনের পরিচালনায় সমগ্র দেশ থেকে অর্ধশত জাতীয় ও আন্তর্জাতিক মানের হাফেজা বাছাইপর্বে অংশ নেন। এদের মধ্যে প্রথম স্থান অধিকার করেন হাফেজা বুশরা বিনতে মাহমুদ।

হাফেজা বুশরা বিনতে মাহমুদ চট্টগ্রামের বাকলিয়ায় (কল্পলোক আবাসিক) প্রতিষ্ঠিত আন্তর্জাতিক মানের মহিলা হিফজ বিভাগ মারকাজুল হাফেজাতের প্রতিষ্ঠাতা পরিচালক চন্দনাইশ দোহাজারী জামিরজুড়ি গ্রামের বাসিন্দা মাওলানা মাহমুদুল হকের ছোট মেয়ে।

মাওলানা মাহমুদুল হক গণমাধ্যমকে বলেন, বাবা হিসেবে দেশবাসীর কাছে দোয়া চাই আমার ছোট মেয়ে হাফেজা বুশরা বিনতে মাহমুদ যেন ওই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে দেশের সুনাম বয়ে আনতে পারে।