Naya Diganta
ই উ ক্রে নে র লো ক ক থা

নাগকন্যা

ই উ ক্রে নে র লো ক ক থা

(গত দিনের পর)
সে কাঁদছে, আর সাপের পিছু পিছু হাঁটছে। কী করবে সে আর? কিভাবে ফিরাবে নাগকন্যাকে। আর যে কোনো উপায় নেই।
তারা যখন বনের মধ্যে সেই আগের স্থানে পৌঁছাল, সাপটি থামল। নিজেকে আবার কুণ্ডলি পাকিয়ে মাথা ওপরে তুলল। এবার ফণা তুলল না। মাথা তুলে সাপটি বলে, তুমি তো আমাকে ‘সাপ’ বলেছিলে। কারণ, যবগুলো কেটে আনতে দেরি করেছিলাম বলে? এবার বাড়ি ফিরে যাও। দেখো গিয়ে তোমার সব শস্য আমি এতক্ষণে কেটে এনেছি। তোমার ঘরের শস্যভাণ্ডারে গিয়ে দেখো, মাঠের সব যব কেটে এনে গোলায় তুলে রেখেছি। এটা তো আমারই কাজ ছিল, প্রিয় নওকর। কিন্তু এরপর জানি না, কে করে দিবে তোমার কাজ। কে বুনবে তোমার শস্য, কে তুলবে ঘরে। যা হোক, তুমি বাড়ি ফিরে যাও।
সাপের কথগুলো শুনে নওকরের মন ব্যথায় আরো ভারী হয়ে গেল। সে বলল, তোমাকে এই বিজন বনে রেখে আমি কিভাবে বাড়ি যাই, কিভাবে তোমার নিজ হাতে তৈরি ঘরে বাস করি?(চলবে)