Naya Diganta

জেল থেকে পালানো শত শত বন্দীকে খুঁজছে কঙ্গো

জেল থেকে পালানো শত শত বন্দীকে খুঁজছে কঙ্গো

কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্রের পূর্বাঞ্চলীয় কর্তৃপক্ষ মঙ্গলবার রাতে বন্দুকধারীদের দ্বারা কারাগারে হামলার সময় কাকওয়ানগুরু কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়ে যাওয়া শতাধিক বন্দীর সন্ধান করছে। বুটেম্বো শহরে জেল ভাঙার সময় দুই পুলিশসহ পাঁচজন নিহত হয়েছেন।

রয়টার্স জানিয়েছে যে হামলা শেষ হওয়ার পর দেখা গেল ৮৭৪ জন বন্দীর মধ্যে মাত্র ৫৮ জন কারাগারে ছিলেন।

বুটেম্বোর পুলিশ প্রধান কর্নেল পোলো এনগোমা বৃহস্পতিবার বলেছেন যে পুলিশ পলাতক বন্দীদের মধ্যে প্রায় ৫০ জনকে আবার আটক করেছে।

এনগোমা বলেন যে আটককৃতদের মধ্যে কেউ কেউ তাদের পরিবারের সাথে লুকিয়ে ছিল, অন্যরা বন্ধুদের বাড়িতে ছিল।

তিনি বলেন, কর্মকর্তারা পলাতক আরো শতাধিক বন্দীকে খুঁজছেন।

কর্তৃপক্ষ বলছে, পালিয়ে যাওয়া বন্দীরা বিপজ্জনক অপরাধী। কেন্দ্রীয় কারাগারের বেশির ভাগ কয়েদি, হত্যা ও সন্ত্রাসী গোষ্ঠীকে সহায়তা করার অভিযোগে কারাগারে বন্দী ছিল।

সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে ডিআরসি সেনাবাহিনীর অভিযানের মুখপাত্র অ্যান্টনি মুয়ালুশায়ী বলেন যে অ্যালাইড ডেমক্র্যাটিক ফোর্সেসের বিদ্রোহী গোষ্ঠীটি কারাগারের তালা ভাঙার জন্য দায়ী।