Naya Diganta

বরগুনায় পুলিশি বাধায় বিএনপির বিক্ষোভ মিছিল পণ্ড

বরগুনায় পুলিশি বাধায় বিএনপির বিক্ষোভ মিছিল পণ্ড

জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, বিদ্যুতের ভয়াবহ লোডশেডিং, গণপরিবহনের ভাড়া বৃদ্ধি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি ও ভোলায় পুলিশের গুলিতে নূরে আলম ও আব্দুর রহিম হত্যার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ সমাবেশ করতে মাঠে নামে বিএনপি।

শুক্রবার বেলা সাড়ে এগারটায় বরগুনা জেলা শহরে তারা একটি বিক্ষোভ মিছিল বের করলে পুলিশ বাঁধা দিয়ে তা পণ্ড করে দেয়।

পরে পৌর চত্তরে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হন। বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক মাহবুবুল আলম ফারুক মোল্লার সভাপতিত্বে এ প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য সচিব তারিকুজ্জামান টিটু, যুগ্ম-আহ্বায়ক এ জেড এম সালেহ ফারুক, তালিমুল ইসলাম পলাশ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাবেদুল ইসলাম জুয়েল, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো: নাসির, সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাকিবুল ইসলাম রাকিব, জেলা ওলামা দলের সভাপতি মাওলানা শাহ জালাল রুমি প্রমুখ।