Naya Diganta

আড়াই মাসের মিষ্টি কুমড় চাষে লাভ হলো ৩৫ লাখ টাকা

আড়াই মাসের মিষ্টি কুমড় চাষে লাভ হলো ৩৫ লাখ টাকা

দর্শনা কেরুর অলস জমিতে মিষ্টি কুমড়াচাষ করে দ্বিগুনেরও বেশি মুনাফা অর্জিত হয়েছে। মাত্র আড়াই মাস সময়ের মধ্যে কুমড়াচাষে খরচ বাদ দিয়ে ৩৫ লাখ টাকা নিট প্রফিট অর্জন করা সম্ভব হয়েছে বলে চিনিকল কর্তৃপক্ষ সাংবাদিকদের জানিয়েছেন।

কেরু চিনিকলের ম্যানেজার (খামার) সুমন কুমার সাহা জানান প্রতিবছর মাড়াই মৌসুম শেষ হওয়ার পর পরবর্তী ইক্ষু রোপন মৌসুম আসতে প্রায় ৬ মাস অবধি ওই জমি অলস অবস্থায় পড়ে থাকে। এ বছর কেরুর ৮টি কৃষি খামারে ১৫০ একর অলস জমিতে মিষ্টি কুমড়ার চাষ করা হয়েছিল। মাত্র আড়াই মাসে জমিচাষ পরিচর্যা বীজ সার ও উত্তোলন বাবদ খরচ হয়েছে মাত্র ৫৭লাখ টাকা।

মিলের মহা-ব্যাবস্হাপক (প্রশাসন) শেখ মো: শাহাব উদ্দিন জানান, সব খরচ বাদে ৩৫ লাখ টাকা নিট প্রফিট অর্জিত হয়েছে, যা অর্ধেকেরও বেশি লাভ করা সম্ভব হয়েছে।

চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মো: মোশারফ হোসেন বলেন, কৃষি খামার ইনচার্জদের অক্লান্ত পরিশ্রম নিষ্ঠা ও সততার কারণেই এই চিনিকল লাভের মুখ দেখতে শুরু করেছে, এ বছর মাঠে আখের ফলন অন্য বছরের তুলনায় অনেক বেশি হবে, ফলে চিনি উৎপাদনে লাভ না হলেও লোকশান অনেকাংশে কমে আসবে বলে তিনি জানান।