Naya Diganta

ইরাকের পার্লামেন্ট ভেঙে দিতে আদালতকে মুকতাদার আলটিমেটাম

ইরাকের পার্লামেন্ট ভেঙে দেয়ার জন্য দেশটির সর্বোচ্চ আদালতকে এক সপ্তাহের সময়সীমা বেঁধে দিয়েছেন বিশিষ্ট শিয়া আলেম এবং রাজনৈতিক নেতা মুকতাদা আল সাদর। বুধবার তিনি এই সময়সীমা বেঁধে দিয়ে বলেছেন, আগামী সপ্তাহের শেষ হওয়ার আগেই দেশের বিচার বিভাগ যদি তার কথাকে গুরুত্ব না দেয় এবং পার্লামেন্ট ভেঙে দিয়ে আগাম জাতীয় নির্বাচনের ব্যবস্থা গ্রহণ না করে তাহলে মারাত্মক পরিণতি বরণ করতে হবে।
গত অক্টোবরে ইরাকে পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই থেকে এ পর্যন্ত দেশটিতে কার্যকর কোনো সরকার নেই। প্রায় ১০ মাস আগে নির্বাচন অনুষ্ঠিত হলেও এখন পর্যন্ত নতুন সরকার গঠন করা সম্ভব হয়নি। এ নিয়ে ইরাকে রাজনৈতিক অচলাবস্থা বিরাজ করছে। এই অবস্থায় মুকতাদা আল সাদর পার্লামেন্ট ভেঙে দেয়ার জন্য সময়সীমা বেঁধে দিলেন।
গত নির্বাচনে মুকতাদার নেতৃত্বাধীন জোট পার্লামেন্টে সবচেয়ে বড় শক্তি হিসেবে আত্মপ্রকাশ করে। কিন্তু সরকার গঠনের মতো একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। ফলে এই রাজনৈতিক অচলাবস্থার সৃষ্টি হয়েছে। গত দুই সপ্তাহ ধরে সাদর এবং তার সমর্থকরা ইরাকে রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি করেছেন। তার সমর্থকরা ইরাকি পার্লামেন্ট ভবনে ঢুকে পড়ে এবং সেখানে অবস্থান কর্মসূচি পালন করতে থাকে।