Naya Diganta

আজমাইন ফায়েক আবির

অংকের চেয়ে আমার কবিতাই ভালো!
অন্তত সূত্রের আদিখ্যেতায় ফলাফলে
গণ্ডগোল তো বাঁধে না;
তবুও কবিতাজুড়ে কেবল ভুলেরই উপাখ্যান
অদৃষ্টের গোলযোগ;
বিচ্ছেদের উপন্যাস; সম্পর্কের ভুল
বিশ^াসের বিদ্রোহ; প্রণয়ের ভুল আজ-
এই চাইনিজ চোখ জোড়ায় ঘুম আসছে না কেনো?
ওহ্ আমিতো কবিতায় ছন্দের জায়গায়
সূত্র প্রয়োগ করে বসলাম!
প্রেম রচনার ছন্দে; সমীকরণে ভুল
যেন সন্ধ্যায় ফুটেছিল-ভোরের নির্দোষ ফুল
তারপর কবিতার চেয়ে অংক দামি হয়ে গেল
কারণ জীবনটা অংক আর
কবিতা জীবনের সমীকরণ
বিধাতা হয়তো মার্জনা দাও,
নয়তো দাও অংকের বক্ষে কবিতাদের মরণ।