Naya Diganta

'খৈয়াম' স্যাটেলাইটের আরো ৩টি ভার্সন তৈরি করবে ইরান

'খৈয়াম' স্যাটেলাইটের আরো ৩টি ভার্সন তৈরি করবে ইরান

ইরান সরকারের মুখপাত্র আলী বাহাদুরি জাহরোমি বলেছেন, 'খৈয়াম' স্যাটেলাইটের আরো ৩টি নতুন ভার্সন তৈরি করা হবে।

রাশিয়ার সহযোগিতায় ইরানেই এসব স্যাটেলাইট তৈরি করা হবে। নতুন ভার্সনগুলোর নাম হবে 'খৈয়াম-২', 'খৈয়াম-৩' এবং 'খৈয়াম-৪'। ইরানি বিজ্ঞানীরাও এই প্রকল্পে অংশ নেবে।

বৃহস্পতিবার তিনি নিজের অফিসিয়াল টুইটার পেজে এ তথ্য জানিয়েছেন।

তিনি আরো বলেছেন, কাজাখস্থান থেকে মহাকাশে পাঠানো 'খৈয়াম' স্যাটেলাইটের স্থিতিশীলতা প্রাপ্তির প্রক্রিয়া সাফল্যের সাথে সম্পন্ন হয়েছে। গত মঙ্গলবার ইরানি স্যাটেলাইট 'খৈয়াম' রাশিয়ার সহযোগিতায় কাজাখস্তানে অবস্থিত রুশ নিয়ন্ত্রিত 'বাইকোনুর' কেন্দ্র থেকে উৎক্ষেপণ করা হয়।

ইরান সরকারের মুখপাত্র জানান, ইরানের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক প্রতিষ্ঠানগুলো এই স্যাটেলাইট থেকে প্রাপ্ত তথ্য ও ছবি বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করবে।

সূত্র : পার্সটুডে