Naya Diganta
সিলেটে কিশোর নিশাত হত্যা

২ জনের আমৃত্যু ও ২ জনের যাবজ্জীবন

সিলেটে কিশোর নিশাত হত্যা

সিলেটের জৈন্তাপুরের আলোচিত উসমান গনি নিশাত (১৭) হত্যাকাণ্ডের রায় প্রকাশ করেছেন সিলেটের অতিরিক্ত জেলা দায়রা জজ আদালত। গতকাল বুধবার দেয়া এ রায়ে দু’জনের আমৃত্যু কারাদণ্ড, দু’জনের যাবজ্জীবন এবং একজনকে খালাস দেয়া হয়েছে।
আদালত সূত্র জানায়, বুধবার বিকাল ৩টায় অতিরিক্ত জেলা দায়রা জজ আদালত কিশোর উসমানগনি নিশাত হত্যাকাণ্ডের রায় ঘোষণা করেন। দীর্ঘ শুনানি, যুক্তিতর্ক ও সাক্ষী-প্রমাণের ভিত্তিতে আদালত সিলেটের জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নের লক্ষ্মীপ্রসাদ কান্দিগ্রামের সৌদি আরব প্রবাসী মন্তাজ আলী ওরফে ময়নার ছেলে উসমান গনি নিশাত হত্যাকাণ্ডের সাথে সরাসরি জড়িত থাকার প্রমাণ পাওয়ায় আদালতে উপস্থিত ৩ আসামির উপস্থিতিতে রায় প্রকাশ করা হয়। তার মধ্যে রেজওয়ান আহমদ (২৮) ও দুলাল আহমদকে (৪২) আমৃত্যু কারাদণ্ড এবং বকুল (৪২) ও নাজিমকে (৩৫) যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। তবে আরেক আসামি হোসেন আহমদকে (৪৫) খালাস প্রদান করেন আদালত।