Naya Diganta

বার্সায় মেসিকে ফেরাতে আলোচনা

লিওনেল মেসি গত বছর ন্যূ ক্যাম্প ছেড়ে যোগ দেন প্যারিস সেন্ট জার্মেইয়ে। ফুটবল বিশ্ব অবাক হয়েছিল মেসির বার্সা ছাড়ার খবরে। আর্জেন্টাইন তারকা অবশ্য বার্সায় থাকতে চেয়েছিলেন; কিন্তু আর্থিক সমস্যার কারণে তাকে রাখেনি বার্সেলোনা। পিএসজিতে মেসির প্রথম মৌসুম ভালো না কাটলেও নতুন মৌসুম দারুণভাবে শুরু করেছেন।
লিওনেল বার্সেলোনা ছাড়ার পর লাপোর্তা অনেকবারই বলেন, সময়ের অন্যতম সেরা খেলোয়াড়কে তারা দলে ফেরাতে চান। সর্বশেষ সাাৎকারেও তিনি জানান, মেসির অবসর যেন বার্সেলোনায় হয়, সেটাই তাদের চাওয়া। তা ছাড়া কোচ জাভিও একসময়কার সতীর্থকে চাইছেন তার দলে।
বার্সেলোনা এবার আগ থেকেই আলোচনা শুরু করেছে মেসির সাথে। চলতি মৌসুম শেষে পিএসজির সাথেথচুক্তি শেষ হলে তিনি ফ্রি এজেন্ট হয়ে যাবেন। তার আগেই যেন ৩৫ বছর বয়সী ফরোয়ার্ডের সাথে চুক্তির ব্যাপারে সমঝোতায় পৌঁছানো যায়, সেই চেষ্টায় কাতালানরা।