Naya Diganta

পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের প্রস্তুতি : বিজ্ঞান : পর্বসংখ্যা-৫৭


সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের বিজ্ঞান বিষয়ের ‘পঞ্চম অধ্যায় : পদার্থ ও শক্তি’ থেকে আরো ১টি রচনামূলক প্রশ্ন এবং ১১টি সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন নিয়ে আলোচনা করা হলো।
রচনামূলক প্রশ্ন
প্রশ্ন: বাড়ির আশপাশে বৃক্ষরোপণ করে কিভাবে শক্তি সংরক্ষণ করা যায়?
উত্তর : আমরা প্রতিদিন নানা কাজে শক্তি ব্যবহার করি। এই শক্তির পরিমাণ নির্দিষ্ট। তাই আমাদের শক্তির যথাযথ ব্যবহার করতে হবে। বাড়ির আশপাশে বৃক্ষরোপণ করে আমরা শক্তি সংরক্ষণ করতে পারি। কারণ বৃক্ষ আমাদের ছায়া দেয় এবং বাতাস দেয়। এর ফলে আমরা গরম অনুভব করি না এবং ঘেমে যাই না। সুতরাং আমাদের বিদ্যুৎচালিত বাতাসের দরকার হয় না। তাই বিদ্যুৎশক্তি সংরক্ষিত হয়। এভাবে আমরা বাড়ির আশপাশে বৃক্ষরোপণ করে শক্তি সংরক্ষণ করতে পারি।
সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন
প্রশ্ন : বরফকে তাপ দিলে কী হবে?
উত্তর : বরফকে তাপ দিলে বরফ আস্তে আস্তে গলে পানিতে পরিণত হয়।
প্রশ্ন : তাপের উৎস কী?
উত্তর : তাপ এক প্রকার শক্তি। তাপের মূল উৎস সূর্য।
প্রশ্ন : কোন শক্তি ব্যবহার করে কথা বলা যায়?
উত্তর : শব্দশক্তি ব্যবহার করে কথা বলা যায়।
প্রশ্ন : সূর্যের অভ্যন্তরে কী শক্তি বিদ্যমান?
উত্তর : সূর্যের অভ্যন্তরে নিউক্লিয়ার শক্তি বিদ্যমান।
প্রশ্ন : কাজ কাকে বলে?
উত্তর : কোনো বস্তুর ওপর বল প্রয়োগে যদি বস্তুটির সরণ ঘটে তাহলে বল ও সরণের গুণ ফলকে কাজ বলে।
প্রশ্ন : শক্তির রূপান্তর কী?
উত্তর : শক্তি পরস্পরের সাথে সম্পর্কযুক্ত। কোনো একটা থেকে অন্যটাকে পরিবর্তন সম্ভব। এ পরিবর্তনকে শক্তির রূপান্তর বলে।
প্রশ্ন : কোন শক্তির জন্য নীরব হারমোনিয়াম সরব হয়ে ওঠে?
উত্তর : শব্দশক্তির জন্য নীরব হারমোনিয়াম সরব হয়ে ওঠে।
প্রশ্ন : পানি বা জলবিদ্যুৎ কেন্দ্র কোথায় স্থাপিত হয়েছে?
উত্তর : পানি বা জলবিদ্যুৎ কেন্দ্র চট্টগ্রামের কাপ্তাইয়ে স্থাপিত হয়েছে।
প্রশ্ন : পদার্থের মূল গঠন কী?
উত্তর : পদার্থের মূল গঠন হলো ক্ষুদ্র ক্ষুদ্র বস্তুকণিকা বা পরমাণু।
প্রশ্ন : জলস্রোত ব্যবহার করে কী তৈরি করা হয়?
উত্তর : জলস্রোত ব্যবহার করে বিদ্যুৎ তৈরি করা হয়।
প্রশ্ন : শক্তির অপচয় ও সংরক্ষণ বলতে কী বুঝ?
উত্তর : অকারণে শক্তি নষ্ট করাকেই শক্তির অপচয় বলে। অন্য দিকে অপচয়ের হাত থেকে শক্তিকে রক্ষা করাকেই শক্তির সংরক্ষণ বলে।