Naya Diganta

এসএসসি পরীক্ষার প্রস্তুতি : বাংলা দ্বিতীয়পত্র


সুপ্রিয় ২০২২ সালের এসএসসি পরীক্ষার শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। সংশোধিত পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুযায়ী আজ তোমাদের বাংলা দ্বিতীয়পত্রের ‘ব্যাকরণ : ধ্বনিতত্ত্ব’ থেকে ৮টি নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।
১। বাংলা ব্যাকরণের কোন অংশে ধ্বনিতত্ত্ব আলোচিত হয়?
ক) বাক্যতত্ত্বে খ) রূপতত্ত্বে
গ) শব্দতত্ত্বে ঘ) ধ্বনিতত্ত্বে
২। কোনগুলো কণ্ঠধ্বনি?
ক) ক, খ, গ, ঘ, ঙ
খ) চ, ছ, জ, ঝ, ঞ
গ) ট, ঠ, ড, ঢ, ণ ঘ) ত, থ, দ, ধ, ন
৩। কোন বর্গের বর্ণগুলো পশ্চাৎ দন্তমূলীয়?
ক) ত-বর্গ খ) ট-বর্গ
গ) চ-বর্গ ঘ) ক-বর্গ
৪। কোনটি কম্পনজাত ধ্বনি?
ক) র খ) ড় গ) ল ঘ) ণ
৫। বাংলা স্পর্শ ব্যঞ্জনগুলোতে কয়টি নাসিক্য বর্ণ আছে?
ক) ৩টি খ) ৪টি গ) ৫টি ঘ) ৭টি
৬। বাংলা বর্ণমালায় মোট কতটি সরল বা অসংযুক্ত বর্ণ আছে?
ক) এগারটি খ) ঊনচল্লিশটি
গ) ঊনপঞ্চাশটি ঘ) পঞ্চাশটি
৭। শ, ষ, স-এ তিনটি কোন বর্ণ?
ক) শিস বর্ণ খ) বর্গীয় বর্ণ
গ) কণ্ঠ বর্ণ ঘ) পশ্চাৎ দন্তমূলীয় বর্ণ
৮। যে ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রী অনুরণিত হয়, তাকে কী বলে?
ক) অল্পপ্রাণ খ) অঘোষ ধ্বনি
গ) মহাপ্রাণ ঘ) ঘোষ ধ্বনি

উত্তর : ১. ঘ, ২. ক, ৩. খ, ৪. ক, ৫. গ, ৬. গ, ৭. ক, ৮. ঘ।