Naya Diganta

আরো শক্তিশালী হবে র্যানসমওয়্যার

আরো শক্তিশালী হবে র্যানসমওয়্যার

সম্প্রতি এক গবেষণা সূত্রে জানা গেছে, চলতি বছরের দ্বিতীয়ার্ধে র্যানসমওয়্যারের ধরন ও এর ইকোসিস্টেম আরো শক্তিশালী হবে। এতে বছরের বাকি সময় বড় প্রতিষ্ঠানের পাশাপাশি ছোট ও মাঝারি প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমও বাধাগ্রস্ত হবে।
চলতি বছর হ্যাকাররা ক্রিপ্টো অ্যাসেট চুরি করা অব্যাহত রাখবে। সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান চেক পয়েন্ট সফটওয়্যার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, উপরন্তু আমরা মেটাভার্সেও সাইবার হামলা দেখতে পাবো, যেগুলো স্মার্টচুক্তিগুলোকে দুর্বল করে দেবে।
চেকপয়েন্ট সফটওয়্যারের গবেষণা বিভাগের ভিপি মায়া হরোউইটজ বলেন, চলতি বছর আমরা বিশ্বের বিভিন্ন খাতে সাইবার হামলা হতে দেখেছি। দুর্ভাগ্যজনকভাবে র্যানসমওয়্যারের শক্তিশালী অবস্থানের কারণে এ হামলার পরিমাণ দিন দিন বাড়বে।
বিশ্বে সাইবার আক্রমণের হার ৪২ শতাংশ বেড়েছে, যার মধ্যে র্যানসমওয়্যার আক্রমণ অন্যতম প্রধান ঝুঁঁকি। প্রযুক্তির উন্নয়নের সাথে সাথে র্যানসমওয়্যার গ্রুপগুলো তাদের অবকাঠামোও উন্নত করেছে এবং স্বাভাবিক ব্যবসার মতো তাদের কার্যক্রম পরিচালনা করছে। নির্ধারিত লক্ষ্যবস্তুতে আঘাত হানার সক্ষমতা থাকায় সাইবার হামলা এখন রাষ্ট্রের অন্যতম হাতিয়ারে পরিণত হয়েছে।