Naya Diganta

প্রশ্নোত্তর

প্রশ্ন : দাঁড়িয়ে প্রস্রাব কি জায়েজ আছে? একটি হাদিস নাকি আছে যে, নবী এমন করেছিলেন? আর কেউ বলছে তিরমিজিতে নাকি হাদিস আছে যেখানে নিষেধ করছেন। এখন সহিহ আসলে কী একটু জানাবেন। নবী সা: যখন করেছিলেন সেটি নাকি তাঁর কোমর ব্যথা ছিল দেখে করেছিলেন? এ বিষয়ের হাদিসগুলো একটু জানাবেন।

উত্তর :বিভিন্ন হাদিসের আলোকে স্পষ্ট যে, রাসূল সা:-এর সাধারণ অভ্যাস ছিল বসে প্রস্র্রাব করা। একটি ঘটনা পাওয়া যায়, তিনি দাঁড়িয়ে প্রস্রাব করেছেন। সুতরাং সুন্নত ও স্বাভাবিক নিয়ম হলো, বসে প্রস্রাব করা। তবে দাঁড়িয়ে প্রসাব করা নাজায়েজ নয়।
ফতোয়া বিভাগ, আস সুন্নাহ ট্রাস্ট